ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ সরকার ঘোষিত প্রথমবারের মতো সারা দেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দে আজ বুধবার (১ ডিসেম্বর) মুক্তিযোদ্ধা দিবস পালিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, গোয়ালন্দ উপজেলা ইউনিট কমান্ড এর আয়োজনে প্রথমবারের মতো দিবসটি পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট এর অস্থায়ী কার্যালয় থেকে বেলা ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস বেগম, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এস.আই) শামীম দেওয়ান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান শেখ, আব্দুস সামাদসহ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যসহ স্থানীয় সূধিজন উপস্থিত ছিলেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।