হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে রাজবাড়ীতে পৃথকভাবে স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপির ২ গ্রুপ।
কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী বুধবার রাজবাড়ী বিএনপির একটি গ্রুপ জেলা প্রশাসক দিলসাদ বেগমের নিকট এবং অপর একটি গ্রুপ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের নিকট স্মারকলিপি প্রদান করেন। উভয় স্মারকলিপিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার জন্য সরকারের নিকট দাবী জানানো হয়।
জেলা প্রশাসক দিলসাদ বেগমের নিকট স্মারকলিপি প্রদান করেন এ্যাডঃ লিয়াকত আলী, এডঃ কামরুল আলম, রেজাউল করিম শিকদার পিন্টু, আবুল হোসেন গাজী, গোলাম কাশেম, সুলতান নূর ইসলাম মুন্নু ,মোস্তাফিজুর রহমান লিখন, জহির রাজ, ফারুক হোসেন।
অপরদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের নিকট স্মারকলিপি প্রদান করেন মঞ্জুরুল আলম দুলাল, এডঃ আসাদুজ্জামান লাল, এডঃ এম.এ গফুর, নইম আনছারী, গাজী আহসান হাবিব, এ মজিদ বিশ্বাস, এডঃ কে.এ বারী, আফছার আলী সরদার, চৌধুরী আহসানুল করিম হিটু, কে.এ সবুর শাহীন, রইচ উদ্দিন ডিউক, আব্দুল গফুর মন্ডল, শাহ্ আলম, খায়রুল আনাম বকুল এডঃ নেকবার হোসেন মনি ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।