ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ৬০ পিস ইয়াবা বড়িসহ মো. লিপটন শেখ ওরফে আপন (২০) নামের এক তরুণকে প্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া বাসটার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত লিপটন শেখ ওরফে আপন হলো রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউপির ব্র্যাকপাড়া গ্রামের মো. আশহাদুর রহমান হিমুর ছেলে।
ডিবি পুলিশ জানায়, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায় রাজবাড়ী জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করার লক্ষ্যে ১৮ নভেম্বর রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এস. আই) মোহাম্মদ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স সহ দৌলতদিয়া বাসটার্মিনাল সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে পাকা রাস্তার উপর হতে ৬০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির এস.আই মোহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেপ্তারকৃত আসামীকে মাদকদ্রব্য ইয়াবা বড়ি সহ দৌলতদিয়া বাসটার্মিনাল তাকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতেই তার বিরুদ্ধে গোয়ালন্দ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। আজ শুক্রবার তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।