ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ “সামপ্রদায়িক অপশক্তির উত্থান রোধ করি-সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিরোধ করি’’ এই স্লোগানে রাজবাড়ীতে প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় নারী অধিকার উপকমিটি ও বাংলাদেশ আবৃত্তি পরিষদের আয়োজনে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানে অবস্থিত শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও নারী অধিকার উপ-কমিটির জেলা সমন্বয়ক মিরুনা বানু মুন স্বাগত বক্তব্য প্রদান করেন। এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী আবৃত্তি পরিষদের সাধারন সম্পাদক সৈয়দ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক খোকন মাহমুদ, সমাজ সেবক শুক্লা সরকার, শিক্ষিকা আঞ্জুমান আরা বেগম, প্রিয়তমাসু আবৃত্তি নিকেতনের প্রশিক্ষন সম্পাদক শাহানাজ বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী আবৃত্তি পরিষদের প্রশিক্ষন সম্পাদক চায়না সাহা।
এ সময় সাম্প্রদায়িক সহিংসতা রোধে ও অপশক্তির বিরুদ্ধে মোমবাতি প্রজ্জলন করা হয় এবং জেলার বিভিন্ন সংগঠনের আবৃত্তি শিল্পিরা দেশ বরেন্য কবিদের লেখা কবিতা আবৃত্তি করেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।