ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ছাদ থেকে পড়ে জিয়া প্রমাণিক (৩০) রাজমিন্ত্রীর নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের সজ্জনকান্দা মোল্লাপাড়া এলাকায় এঘটনা ঘটে। সে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর গ্রামের লোকমান প্রমাণিকের ছেলে।
জানা যায়, সজ্জনকান্দা মোল্লাপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনে সকাল থেকে কাজ করছিলো জিয়া প্রামানিক। দিনভর কাজ শেষে সন্ধ্যার আগে অসতর্কতা বশত চার তলার ছাদ থেকে মাটিতে পরে যায়। সে সময় স্থানীয়রা তাকে গুরুত্ব আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।