প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৯:২০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২১, ১১:৩৩ অপরাহ্ণ
বালিয়াকান্দিতে সড়কে ভ্যান পিছলে শিশুর মৃত্যু
ষ্টাফ রিপোর্টার, বালিয়াকান্দিঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভগ্নিপতির ভ্যান পিছলে সড়কের পাশে পড়ে মিজানুর রহমান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা গ্রামের আব্দুর রহিম মন্ডলের ছেলে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামে পাকা রাস্তা থেকে পিছলে ভ্যান পাশে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিজানুর রহমান, বোন প্রিয়া খাতুন, ভগ্নিপতি শামীম ভ্যানযোগে নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামের জনৈক কবিরাজ ওমর ফারুকের বাড়ী থেকে নিজ বাড়ী ফেরার পথে গড়াই নদী দেখতে যায়। সোনাকান্দর গ্রামে ভ্যানের সামনের চাকা পিচলে গেলে ভ্যানে বোন ও ভ্যান চালক ভগ্নিপতি শামীম ভ্যান সহ রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে মিজানুর রহমান গুরুতর আহত হয় । স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, বিষয়টি জানতে পেরেছি। আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।