ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ ইলিশ সংরক্ষণ অভিযানে রাজবাড়ীতে ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফ এর ২০ কেজি করে চাল বিতরণ ও সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে সদর উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা ট্রাস্কফোর্স কমিটির আয়োজনে গোদার বাজারে স্কুলে এক সচেতচনতামূলক সভা অনুষ্ঠিত হয়। পড়ে মিজানপুর ইউনিয়নের ৪৭১ জন নিবন্ধিত কার্ডধারী জেলেদের চাল দেওয়া হয়।
এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমি মো. সায়েফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, জেলা সদরের মৎস্য কর্মকর্তাসহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।