হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে দি হাঙ্গার প্রজেক্ট, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে আলোচনা সভা করে শতাধিক শিক্ষার্থীদের বেশি বেশি পত্রিকা পড়তে বললেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ।
বুধবার দুপুরে শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুর রহমান শেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, এনজিও রাস এর নির্বাহী পরিচালক ও সুজনের পরিচালনা কমিটির সন্ময়ক লুৎফর রহমান লাবু, যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, জিটিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি আশিকুর রহমান, রফিকুল ইসলাম ও সাংবাদিক চঞ্চল সরদার প্রমুখ।
প্রধান অতিথি রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহাবুর রহমান শেখ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রতিটি মানুষকে সঠিক তথ্য জেনে সামনের দিকে পথ চলতে হবে। ভুল তথ্য দিয়ে কোনকিছু করলে সেটা বিপদ ডেকে আনতে পারে।
তিনি আরো বলেন, ফেসবুকের এইযুগে সঠিক তথ্য না জেনে অনেক সময় আমরা ফেসবুকে পোষ্ট দিয়ে দিচ্ছি। এতে করে আমাদের বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই সঠিক সব তথ্য জেনেই প্রতিটি মানুষকে ফেসবুকে পোষ্ট দেওয়ার আহব্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের বেশি বেশি সঠিক তথ্য জানতে হলে নিয়মিত পত্রিকা পড়তে হবে। তাহলে সেখান থেকে সঠিক তথ্য তোমরা জানতে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে বলে শিক্ষার্থীদের পরামর্শ প্রদান করেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।