ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা অফিসার্স ক্লাবের সামনে ৯৮ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এ বাইসাইকেল, পোশাক সহ অনান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়।
জানা যায়, গ্রাম পুলিশ বাহিনীর কার্যক্রম গতিশীল করার লক্ষে রাজবাড়ী সদর উপজেলার ৯৮ জন গ্রাম পুলিশকে স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে এ বাইসাইকেল দেওয়া হয়।
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ প্রমূখ ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।