ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট পোড়াভিটা এলাকায় বৃহস্পতিবার দুপুর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হেরোইন ও গাজা সেবনের দায়ে ৫ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দৌলতদিয়া ঘাট পোড়াভিটা এলাকায় অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রয়ণ অধিদপ্তর। তাঁদের কাজে সহযোগিতা করেন সহকারী কমিশনার কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালত। পরে তাদেরকে হাতেনাতে হেরোইন ও গাঁজা সেবনকালে হাতেনাতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত পরিচালন করে তাদেরকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলো মোঃ আসলাম খান (৪৫), মোঃ হেদায়েত কাজী (৩০), মোঃ কাশেম ফকির (৪২), মোঃ আমজাদ (৪০) ও মোঃ মিজানুর রহমান (৩৫)। এরা সকলেই গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম জানান, রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযান চালায়। তাঁদেরকে সহযোগিতা করতে ভ্রাম্যমান আদালত সহযোগিতা করেন। পরে দন্ডপ্রাপ্তদের দুপুরে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।