ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে রোববার দুপুরে উপজেলার সকল দফাদার ও মহল্লাদারদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এসব বাইসাইকেল তুলে দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে দুপুরে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান। অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস আলী মোল্লা, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকির, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলার উজানচর, দৌলতদিয়া, ছোভাকলা ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের ৪০ জন দফাদার ও মহল্লাদারদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এসময় সকলকে বাল্যবিবাহ বন্ধ, অপরাদ দমনে সক্রিয় ভূমিকা পালনের সহায়ক হিসেবে বাইসাইকেল দেওয়া হয়।
বাইসাইকেল বিতরণের আগে দুপুরে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ও গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফলদ গাছ রোপন করেন সাংসদ কাজী কেরামত আলী। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, ইউএনও আজিজুল হক খানসহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।