ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ী. রাজবাড়ীর বালিয়াকান্দিদে গণটিকা নেওয়ার জন্য সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া করতে গিয়ে দেখতে পান তিনি ‘মৃত’। ঘটনাটি এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
স্থানয়ী সূত্র জানায়, জাতীয় পরিচয়পত্র নিয়ে স্থানীয় কম্পিউটারের দোকানে গিয়ে সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে করোনার টিকার নিবন্ধন করার চেষ্টা করেন রাজবাড়ীর মুহাম্মদ আনোয়ার হোসেন। শুরুতেই সে চেষ্টা ব্যর্থ হয়। এরপর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে খোঁজ নিয়ে জানতে পারেন তিনি মারা গেছেন। সার্ভারে জীবিত দেখাচ্ছে ২০১২ সালে মারা যাওয়া তাঁর বড় ভাইকে।
আনোয়ারের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামে। তিনি পেশায় একটি মাদ্রাসার শিক্ষক। মারা যাওয়া তাঁর ভাইয়ের নাম আবু তালেব মোল্লা।
আনোয়ারের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি ২০০৮ সালে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেয়েছেন। এরপর বিভিন্ন কাজে জাতীয় পরিচয়পত্র ব্যবহারও করেছেন। কিন্তু কখনো অনলাইনে কাজের ক্ষেত্রে পরিচয়পত্র ব্যবহার করা হয়নি। সম্প্রতি স্থানীয় একটি কম্পিউটারের দোকানে গিয়ে সুরক্ষা ওয়েবসাইটে টিকার নিবন্ধনের চেষ্টা করেন।
আনোয়ার বলেন, তাঁর ভাই আবু তালেব মোল্লা ২০১২ সালে মারা যান। নির্বাচন অফিসের সার্ভারে তাঁকে এখনো জীবিত দেখাচ্ছে। তাঁর ধারণা, ভাইয়ের পরিবর্তে তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজামউদ্দিন বলেন, ভুক্তভোগী এমন ভুল সংশোধনের জন্য আবেদন করলে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশোধনের পরই ওই ব্যক্তি টিকাসহ অন্যান্য সুবিধা গ্রহণ করতে পারবেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।