ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক, জনপ্রিয় শিক্ষক বিদ্যুৎ কান্তি টিকাদার (৪২) আজ সোমবার দুপুরে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন। তিনি ফরিদপুর শহরের নিজ বাসায় থাকতেন। তাঁর স্ত্রী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া চাঁদখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃপ্তি রানী বিশ্বাস।
বিদ্যুৎ কান্তি টিকাদারের শ্বশুর, তৃপ্তি রানী বিশ্বাসের বাবা অরুন কুমার বিশ্বাস জানান, বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের নিজ বাসায় বুকে ব্যাথা অনুভব করলে তাকে দ্রুত হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজি করার পর মুহুর্তেই দুপুর বারোটার দিকে মারা যান বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন। গোপালগঞ্জ সদর উপজেলার ঘোড়াদাইর গ্রামের নিজ বাড়িতে লাশ নেওয়া হয়েছে। সেখানেই তাঁর সমাধী সম্পাদন করা হবে।
ইংরেজী বিভাগের জনপ্রিয় শিক্ষক বিদ্যুৎ কান্তির অকাল মৃত্যুতে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার সহ কলেজ পরিবার শোক জানিয়েছেন। একই সাথে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।