নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ মাদক পাচারের খবর পেয়ে বৃহস্পতিবার ভোর থেকে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মার মোড় তেনাপচা ডাইভার্সনে তল্লাশিচৌকি বসায় পুলিশ। সকাল সাতটার দিকে সন্দেহভাজন ইঞ্জিন চালিত মাহেন্দ্র থামতে বললে চলন্ত গাড়ি থেকে এক ব্যক্তি লাফ দিয়ে প্রথমে মহাসড়কে । পরে আরেকবার লাফ দিয়ে সড়কের পাশে নদীতে লাফ দেন।
তাৎক্ষনিকভাবে পুলিশ খোঁজ করতে শুরু করে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন প্রায় সোয়া দুই ঘন্টা পর কচুরিপানার ভিতর থেকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তির নাম কলম শেখ (৪৫)। সে ফরিদপুর কোতয়ালী থানার আইজদ্দিন মাতুব্বর ডাঙ্গীর মালেক শেখ এর ছেলে। বর্তমানে সে পুলিশের পাহারায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
পুলিশ জানায়, মাদকের চালান যাওযার খবর পেয়ে এস.আই সুকুমার সঙ্গীদের নিয়ে ভোর থেকে অবস্থান নেন। সকাল ৭টার দিকে দৌলতদিয়া ঘাটগামী সন্দেহভাজন ইঞ্জিন চালিত মাহেন্দ্র থামার সংকেত দেন। সংকেত পেয়ে পিছন থেকে তিনি লাফ দেন। সড়কে হুমড়ি খেয়ে পড়ে হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়। ওই অবস্থায় ওঠে দ্বিতীয়বার লাফ দিয়ে সড়কের পূর্ব পাশে নদীতে লাফ দেন। কচুরিপানায় ভরপুর থাকায় তাকে সহজে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার আরো দুটি দল এবং ফায়ার সার্ভিস খোঁজ করতে থাকে। নৌকায় খোঁজ করার সময় তাকে ওপরে উঠার অনুরোধ করেন। তারপরও না পাওয়ায় হতাশ হন। প্রায় সোয়া দুই ঘন্টা পর দূরের কচুরিপানা নড়াচড়া করতে দেখে নৌকায় থাকা ওসি আব্দুল্লাহ আল তায়াবীর নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তার করা হবেনা বলে আশ্বাস দিলে মাথা উচুঁ করলে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর চিকিৎসার জন্য দ্রুত নেওয়া হয় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসারত অবস্থায় তাঁর কাছে কেন চলন্ত গাড়ি থেকে লাফ দিলেন জানতে চাওয়া হয়? জবাবে কলম শেখ বলেন, আমার একটা মাত্র পঙ্গু মেয়ে। আমি গ্রেপ্তার হলে ওকে দেখবে কে? এই ভয়ে আমি লাফ দিয়েছি। কাছে কি ছিল জানতে চাওয়া হলে বলেন, সামান্য কিছু তামাক (গাঁজা) ছিল। জেলে গেলে আমার সব শেষ হয়ে যাবে। আমাকে গ্রেপ্তার করা হবে না এই আশ্বাসে ধরা দিয়েছি। সে গাঁজা নিয়ে দৌলতদিয়া ঘাটের তার নিকট আত্মীয় লাভলুর বাড়ি যাচ্ছিল বলে জানায়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, মাদকের চালান পাচারের খবর থাকায় ভোর থেকে পুলিশ তল্লাশিচৌকি বসায়। পুলিশ দেখে চলন্ত গাড়ি থেকে লাফ দিলে অল্পের জন্য বড় দূর্ঘটনা থেকে রক্ষা পান। ওই অবস্থায় সে আবার নদীতে ঝাপ দেয়। কচুরিপানার ভিতর লুকিয়ে থাকায় সে পড়নের লুঙ্গি খুলে শধু হাফপ্যান্ট পড়ে থাকে। সকাল ৭টা থেকে সোয়া ৯টা পর্যন্ত সোয়া দুই ঘন্টার বেশি সে লুকিয়ে ছিল। এভাবে আর কিছু সময় থাকলে হয়তো বাঁচানো যেতনা। চিকিৎসা শেষে জিজ্ঞাসাবাদে ঘটনার মূল কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে কাছে গাঁজা রাখার কথা স্বীকার করেছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।