সে সময় ভ্যান নিতে আসা গোয়ালন্দ উপজেলার বরাট ইউনিয়নের সবুজ মোল্লা জানায়, ভ্যানগাড়ী পেয়ে খুব খুশি তিনি। এতদিন তিনি ভাড়া গাড়ী চলাতেন। এখন থেকে আর ভাড়ায় ভ্যান চালাতে হবে না।
সদর উপজেলার আহলাদীপুর গ্রামের মফিজ মন্ডল জানায় , দিনে চারশত টাকা ভাড়া দিয়ে ভ্যান চালাতাম। যে টাকা ইনকাম হতো তা দিয়ে সংসার চালাতে খুবই কষ্ট হতো। আজ ডিসি স্যার একটি ভ্যান দিছে সাথে কিছু টাকা। এই উপহার পেয়ে আজ খুবই আনন্দ লাগছে। পরিবারে তার স্ত্রী,সন্তান এবং বৃদ্ধ মা রয়েছে। এতদিন ভাড়া গাড়ি চালিয়ে যে টাকা পোতাম তা দিয়ে সংসার চালাতে কষ্ট হতো। এখন থেকে স্বাচ্ছন্দ্যে সংসার চালাতে পারবো আশা করি।
কালুখালী উপজেলার খামাড়বাড়ি গ্রামের ষাটোর্ধ জালালা মিয়া। সংসারের বোঝা এখনো বয়ে বেড়াচ্ছেন তিনি। এতদিন ভাড়ায় নিয়ে একটি ভ্যান চালালেও এখন বর্তমানে তার একটি নিজস্ব ভ্যান গাড়ী হওয়াতে তিনি খুবই খুশি।
জেলা প্রশাসক দিলসাদ বেগম জানায়, মুজিবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্কীকার ছিল ভূমিহীনদের ভূমি হবে এবং গৃহহীন দের গৃহ সেই ধারাবাহিকতায় আমরা এসব মানুষেরা যাতে স্বাবলম্বী হতে পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।সে লক্ষে আজ ১৭ টি ভ্যান বিতরণ করা হয়েছে। এখন পযর্ন্ত মোট ৮২ টি ভ্যান বিতরণ করা হয়েছে। এ বছরের ডিসেম্বর পর্যন্ত ১০০ টি ভ্যানগাড়ী বিতরণ করা হবে।
ভ্যান বিতরণে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলসাদ বেগম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাহাবুর রহমান শেখ, সিভিল সার্জন ডা. মো: ইব্রাহিম টিটন,জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহাকরী পরিচালক গোলাম আজম সহ প্রমুখ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।