ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে সতেরো মাথার একটি খেজুর গাছ পাওয়া গেছে। সদর উপজেলার ধুঞ্চি পুদ্দার চালা এলাকায় খেজুর গাছটি জন্মেছে। প্রতিটি মাথা-ই প্রায় সমান উচ্চতার, যে কারণে কোনটি মাথা কোনটি কান্ড সেটি বোঝার উপায় নেই। জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ গাছটিকে দেখতে ভিড় জমায় বলে জানায় স্থানীয়রা।
স্থানীয় সুমন শেখ জানায়, আমার বয়স চলে পয়ত্রিশ বছর। জন্মের পর থেকেই গাছটি দেখছি অনেক গুলো মাথা নিয়ে বেড়ে উঠছে। খেজুর গাছটি দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে ভিড় জমায় ।গাছটির মালিক কবির হোসেন।
আবুল হোসেন জানায়, এই খেজুর গাছে কোন ফল আসে না। কেউ রসও বেড় করে না। গাছটি কে কবে লাগিয়েছে তা কেউ জানে না। এই অঞ্চলের অনেক খেজুর গাছে কেটে জ্বালানি হিসাবে ব্যবহার করছে। এই গাছটিতে সতেরো মাথা হওয়ার কারণে কেউ কাটতে সাহস পায়নি।
পথচারী সঞ্জয় কুমার ভৌমিক জানায়, এরকম খেজুর গাছ সচারচর দেখা যায় না। অনেকেই এই খেজুর গাছ দেখে ফোনে ছবি তুলেন। অকেকে আবার ভয়ে গাছেটির দিকে তাকায়ও না।
রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস,এম,শহীদ নূর আকবার জানায়, একটি গাছে একাধিক মাথা এটা অনেকগুলো কারণে হতে পারে। এরমধ্যে হরমোনজনিত কারণে এক বীজপত্রি উদ্ভিদে একাধিক শাখা-প্রশাখা হতে পারে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।