ফিরোজ আহম্মেদ ও কামাল হোসেন, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবকলীগ নেতার অর্থ আত্মসাৎ এবং তাঁকে মারধরের অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবকলীগ নেতা। এ ঘটনায় স্বেচ্ছাসেবকলীগ নেতা থানায় একটি সাধারণ ডায়রীও করেছেন। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক দাবী করে আ.লীগ নেতাও পাল্টা একটি সাধারণ ডায়রী করেছেন বলে দাবী করেন।
গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও স্থানীয় ভোলাই মাতুব্বর পাড়ার নিজাম মোল্লার ছেলে বাচ্চু মোল্লা অভিযোগে বলেন, তিনি পেশায় একজন পোল্ট্রি খামারি। পূর্ব পরিচয়ের সূত্র ধরে প্রায় ২০ মাস আগে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লার ব্যবসার কথা বলে তাঁর (বাচ্চু মোল্লা) কাছে ১ লাখ টাকা ধার চান। বিশ্বাস করে উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডলের মধ্যস্ততায় মোহাম্মদ আলী মোল্লাকে ১ লাখ টাকা প্রদান করেন। তবে এ সময় শর্ত থাকে যে, ব্যবসার লাভের একটা অংশ বাচ্চু মোল্লাকে নিয়মিত প্রদান করতে হবে। শর্ত ভঙ্গ করে এ পর্যন্ত একটি টাকাও প্রদান করেননি বলে বাচ্চু মোল্লা অভিযোগ করেন।
বাচ্চু বলেন, গত বৃহস্পতিবার (২৬ আগষ্ট) বিকেলে গোয়ালন্দ বাসষ্ট্যান্ডে মোহাম্মদ মোল্লার সাথে তার দেখা হয়। এ সময় তার কাছে পাওনা টাকার কথা বললে সে উত্তেজিত হয়ে ওঠে। এর প্রতিবাদ করলে এক পর্যায়ে সে আমাকে কিল-ঘুষি মারে। এতে আমার নাকমুখ দিয়ে রক্ত বের হতে থাকলে স্থানীয় লোকজন উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ওই দিন রাতেই গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করেন।
এদিকে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক দাবী করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা বলেন, বাচ্চু মোল্লা নামের আমি যেখানে কাউকে চিনিই না, সেখানে তাকে মারধর করলাম কিভাবে? আসন্ন জেলা পরিষদের সদস্য পদে নির্বাচন করবো এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক প্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছি বলে রাজনৈতকি প্রতিপক্ষ আমাকে হয়রানী করতে এ ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। ঘটনাস্থল যেখানে দেখিয়েছেন সেখানকার কেউ এ ধরনের কথা বলতে পারবেন না। অহেতুক হয়রানী করায় আমি পরদিন শুক্রবার (২৭ আগষ্ট) গোয়ালন্দ ঘাট থানায় জনৈক বাচ্চু মোল্লার নামে সাধারণ ডায়রী করেছি। এছাড়া বাচ্চু মোল্লা নামের স্বেচ্ছাসেবকলীগের কেউ নেই বলেও তিনি দাবী করেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।