ষ্টাফ রিপোর্টার, পাংশাঃ রাজবাড়ীর পাংশায় পাগলা কুকুরের কামড়ে নারীসহ আটজন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে পৌর শহরের টেম্পু স্ট্যান্ডে এঘটনা ঘটে। আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন, হারুন শেখ, গোলাপ আলি, হোসেন শেখ, জোসনা বেগম, লিটন, বাহার, সিদ্দিকুর রহমান ও চাঁদ আলী।
জানা যায়, বেশ কিছু দিন ধরে পৌর শহরের বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে গেছে। কুকুরে অতিষ্ঠে রাস্তা ঘাটে চলাচল দায় হয়ে উঠেছে সাধারণ মানুষের। দীর্ঘ দিন ধরে এমন অবস্থা চলে আসলেও পৌর কতৃপক্ষের উদ্যোগ নেই।
পাগলা কুকুরের কামড়ে আহত হারুণ শেখ জানায়, তিনি রাজমিস্ত্রির কাজ করেন। কাজ যাওয়াল আগে তাদের ভ্যান গাড়ি একটি ঘরের মধ্যে রেখেছিলো। কাজ শেষে ওই ঘর থেকে ভ্যান বেড় করতে গেলে তাদের সাথে থাকা তিনজনকে কামড়ায়।
চাঁদ আলী জানায়, সে শুনেছে বিশ্বাস ক্লিনিকের সামনে একটা কুকুর কয়েকজনকে কামড়ায়ছে। কাকে কাকে কামড়ায়ছে দেখতে গেলে তাকেও কামড়ে দেয় কুকুরটি।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্বে চিকিৎসক ফজলে রাব্বী বলেন, পাগলা কুকুরের কামড়ে নারীসহ যে আটজন আহত হয়েছিলো তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। এখন পযর্ন্ত সবাই সুস্থ আছে।
পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী জানান, হঠাৎ করেই কুকুরটি মানুষকে কামড়াতে থাকে। একে একে ১১ জনকে কামড়ায়। বিষয়টি জানতে পেরে আরও মানুষকে কামড়াতে পারে এ আশঙ্কায় কুকুরটিকে মেরে ফেলতে বলেন। পরে স্থানীয় লোকজন কুকুরটিকে মেরে ফেলে। তিনি আরও জানান, পৌরসভায় কুকুর কামড়ানোর ভ্যাকসিন মজুত নেই। আবার বেওয়ারিশ কুকুর নিধনেরও সুযোগ নেই। তবে খুব শীগগীরই কুকুরকে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।