শামিম রেজা, রাজবাড়ীঃ রাতে যখন সবাই ঘুমে থাকে ঠিক তখনই লাঠি নিয়ে রাত জেগে থাকতে হয় আমাদের। চরের মানুষের সম্বল বলতে গরু, ছাগল, ভেড়া। কিছুদিন আগেও আস্ত্র-শস্ত্র নিয়ে এসে পাশের এলাকায় গরু নিয়ে গেছে। তার পর থেকেই রাত জেগে পাহাড়া দিই আমরা। কথাগুলো বলছিলো রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কাঠুরিয়া চরের বাসিন্দা আব্দুল খালেক সরদার।
পাশে থাকা আব্দুস ছামাদ মন্ডল জানায়, বাড়ির চার পাশে পানি। নৌকায় চলাচল করতে হয়। ইরি ধান বপন করেছিলাম। সেই ধান পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি থেকে খুবই কষ্টে আছি। তার ওপর আতঙ্কে থাকতে হয় কখন যেন ডাকাত এসে গরু,ছাগল নিয়ে যায়। তাই এই এলাকার সবাই মিলে রাত জেগে পাহারা দিই।
সরেজমিন বুধবার (২৫ আগষ্ট) সদর উপজেলার কাঠুরিয়ার চরে গিয়ে দেখা যায়, ওই এলাকায় বসতি রয়েছে প্রায় দুইশ পরিবার। সবাই এখন পানিবন্দি। অনেক পরিবার চলে এসেছে বেড়িবাধ এলাকায় তাদের স্বজনদের কাছে। যারা রয়েছে তাদের সহ্য করতে হচ্ছে দূর্ভোগ। চলাচলের রাস্তা পানির নিচে। নৌকায় যাতায়াত করতে হচ্ছে। যাদের নৌকা নেই তারা কলা গাছের ভেলায় যাতায়াত করছে। চরাঞ্চলে পানি প্রবেশ করায় গবাদি পশু নিয়ে রয়েছে বিপাকে। ঘরে ঘরে দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, জ্বালানি ও গো-খাদ্যের সংকট। এছাড়াও ইরি ধান, শাক-সবজি পানিতে তলিয়ে গেছে। সেই সাথে চোর ডাকাত আতঙ্কেও রয়েছে চরাঞ্চলের বাসিন্দারা। এসব এলাকাবাসীর অভিযোগ এখন পযর্ন্ত কোন জনপ্রতিনিধি তাদের খোজ খবর নেন নাই।
ওই এলাকার সুমি খাতুন জানায়,পনের দিন পানির মধ্যে রয়েছি। মাঝে মধ্যেই ঘরের মধ্যে সাপ চলে আসে। লাঠি দিয়ে পরে সেগুলো তাড়ানো হয়। খুবই ভয়ের মধ্যে আছি শিশু বাচ্চাদের নিয়ে। কখন যেন পানিতে পরে যায়।
আলেয়া বেগম জানায়, বন্যার পানি ঘরে উঠে গেছে।চুলার মধ্যে পানি। রান্না করতে পারিছি না। গোদারবাজারে দেবরের বাড়ি তার রান্না করে দিয়ে যায় সেগুলো খেয়ে বেচে আছি।
মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান কাঠুরিয়া চরে ডাকাত আতঙ্কের কথা স্বিকার করে বলেন, বিষয়টি থানাকে জানানো হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানায়, চরাঞ্চলের ডাকাত আতঙ্কের বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে খোজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।