ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে ২০২১-২০২২ অর্থ বছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি, প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোয়ালন্দ উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি, প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক এর সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক এস. এম. রেজাউল করিম, মৎস্য অধিদপ্তরের জেলা মৎস্য কর্মকর্তা (রিজার্ভ) মাসুদা খানম, রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলামসহ প্রমুখ।
এসময় দেবগ্রাম ইউনিয়ন পরিষদের কয়েকটি জলাশয় এবং গোয়ালন্দ উপজেলা পরিষদের পুকুরে ২১০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।