ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ প্রতিদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকায় রাজবাড়ী জেলার ৫টি উপজেলার ৪টি পদ্মা সংলগ্ন হওয়ায় উপজেলার নিচু এলাকায় অবস্থিত প্রায় ৩০ গ্রামের কয়েক হাজার মানুষ এখন পানিবন্দি হয়ে পরেছে। পানি বাড়তে থাকায় বাঁধের বাহিরের কয়েক হাজার মানুষ দুর্ভোগে বসবাস করছেন।
বসতবাড়ি ও আঙ্গিনার চারপাশ এখন প্লাবিত। চলাচলে নানা দুর্ভোগ এখানকার মানুষদের। রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় এক স্থান থেকে অন্য স্থানে বাধ্য হয়ে নৌকায় যেতে হচ্ছে। দেখা দিয়েছে পানিবাহিত রোগ। বিশুদ্ধ পানির অভাব। গত ২৪ ঘন্টায় পদ্মার পানি ৯ সে.মি বেড়ে দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে বিপদ সিমার ৮.৯৯ মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিপদসীমা অতিক্রম করে ৩৪ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।
পদ্মার নিম্নাঞ্চলে বসবাসরত কয়েক হাজার মানুষ এখন পানিবন্দি হয়ে পরেছে। বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগে পরেছে এখানকার পানিবন্দি মানুষ। ফসলী ক্ষেত তলিয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে ফসল, দেখা দিয়েছে গবাদি পশুর খাবার সংকটও। রাস্তা ঘাট তলিয়ে যাওয়ায় নৌকাতে যাতায়াত করতে হচ্ছে। পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে সব ধরনের আবাদী ফসল। অনেক কৃষক তাদের ফসল তলিয়ে যাওয়ায় দুঃশ্চিন্তায় দিন কাটছে তাদের।
জেলার ৫টি উপজেলার ৪টি উপজেলা পদ্মার তীরে হওয়ায় এই ৪টি উপজেলার নিচু এলাকার প্রায় ৩০টিরও বেশি গ্রামের কয়েক হাজার মানুষ এখন পানিবন্দি। প্রতিদিন পানি বাড়তে থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।