নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা বার এর জমি দখল করে মার্কেট নির্মাণ ও আইনজীবীদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে আইনজীবীরা। মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
এ সময় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যাড. স্বপন কুমার সোম, জেলা বার এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক খান মো. জহুরুল হক, অ্যাড. মাহবুব রহমান, অ্যাড. ওমর আলী, অ্যাড. মোল্লা নিয়াজ মাহমুদ আইয়ুব, অ্যাড. বিজন কুমার বোস প্রমূখ।
মানববন্ধনে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যাড. স্বপন কুমার সোম বলেন, আদালত কখনই মার্কেট নির্মাণ বা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারেনা। সেই কথা ভুলে গিয়ে রাজবাড়ী জেলা বার এর জমি দখল করে মার্কেট নির্মাণ কাজ শুরু করেন। আমরা হাইকোর্টে রীট করার পর মার্কেট নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। কিন্তু এখনও আমরা আমাদের জমি ফিরে পাইনি।
তিনি আরো বলেন, আমাদের শান্তিপূর্ণ সমাবেশে আদালতের যেসব কর্মচারী হামলা করেছিল তাদেরও এখনও বিচার হয়নি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন কর্মসূচী চালিয়ে যাবো।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।