ষ্টাফ রিপোর্টার, কালুখালীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলায় সড়ক দূর্ঘটনায় ছরো (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের আধারকোঠা সাতপুকুর মোড়ে দুটি ব্যাটারীচালিত অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে অটো যাত্রী ছরোয়ার নিহত হয়।
নিহত সরোয়ার হোসেন সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার বানিবহ গ্রামের সোহরাব হোসেনের ছেলে।তিনি গত কয়েকদিন আগে কাজের উদ্দেশ্যে ঝিনাইদাহ জেলার শৈলকূপাতে যান। কাজ শেষে আজ আনুমানিক সকাল ৯ টার সময় পাংশা উপজেলার নাদুরিয়া ঘাট পার হয়ে বাড়ির উদ্দেশ্যে ইজিবাইকে রওনা করেন। ঘাট ছেড়ে কিছুদূরে বড় সাওরাইল গ্রামে আসলে অপর দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা আরেকটি ইজিবাইককের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এসময় তিনি পড়ে যায়।পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ময়না তদন্ত শেষে নিহতের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।