হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামিম। গত ১৬ জুলাই সন্ধ্যার পর থেকে দফায় দফায় পদ্মার ভাঙন শুরু হয়। ভাঙনে রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার এলাকায় ৭টি পয়েন্টের ৩০০ মিটার এলাকার হাজার হাজার কংক্রিটের সিসি ব্লক নদীগর্ভে বিলীন হয়ে যায়।
এতে হুমকির মধ্যে পড়ে রাজবাড়ী শহরক্ষা বাঁধ সহ নদীতীরবর্তী শত শত স্থাপনা। এতে করে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় নদী পাড়ের মানুষ সহ রাজবাড়ীর সচেতন মহলের মধ্যে। বিদ্যমান পরিস্থির মধ্যে গতকাল সোমবার বিকেলে তিনি সদর উপজেলার বরাট ও মিজানপুর ইউনিয়নের গোদারবাজার এলাকার শহর রক্ষা বাঁধের সুরক্ষার জন্য ব্লক দিয়ে স্থায়ীভাবে পদ্মা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের ধসে যাওয়া অংশ পরিদর্শন করেন।
পরিদর্শন কালে উপ-মন্ত্রী বলেন, ৩৭৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত কংক্রিট দিয়ে সিসি ব্লক ভেঙে যাওয়া দুঃখজনক। অভিযোগ উঠেছে এখানে নির্মাণকাজে ত্রুটি ও দুর্নীতি থাকতে পারে। এসব ব্যাপারে ঢাকায় গিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। নির্মাণকাজে যদি কোন গাফলতি কিম্বা ত্রুটি থাকে তবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা দায়ের করে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন প্রকল্পে দুর্নীতি করার কোন সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীদের কর্মীর মতো কাজ করতে বলেছেন। আমরা তার কথামতো কাজ করে যাচ্ছি।
এ সময় সাবেক শিক্ষামন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিন মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা, খোদেজা নাসরিন আক্তার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. ফজলুর রশিদ, জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আবদুল হেকিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল আহাদ, পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য পদ্মা নদীর তীর স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ৩৭৬ কোটি টাকা ব্যায়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের আওতায় গোদার বাজার এলাকায় ড্রেজিং করে কংক্রিট দিয়ে সিসি ব্লক দ্বারা সাড়ে ৪ কিলোমিটার এলাকায় পদ্মা নদীর তীর সংরক্ষণ কাজ করা হয়। এ বছরের ৩১ মে কাজ শেষ হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।