নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে এক হিন্দু পরিবারের ওপর হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী পরিবার প্রাণভয়ে বাড়ি ছাড়া থাকলেও পুলিশের হস্তক্ষেপে রাতেই বাড়িতে ফিরে আসে। এর আগে ভুক্তভোগী পরিবারের পক্ষ হতে রোববার গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে জানা গেছে, দৌলতদিয়া দুলাল বেপারি পাড়ার হেলাল শেখ (৬০) প্রতিবেশী মৃত নিতাই চন্দ্র সরকার এর সাথে দীর্ঘ ২০ বছর ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এমনকি কিছু জমিও জোরপূর্বক দখল করে রেখেছে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিররোধ চলে আসছিল।
গত শনিবার (৩১ জুলাই) রাত ১২টার দিকে নিতাই চন্দ্রের ছেলে রঞ্জিত সরকারের ছেলে দশম শ্রেনীর স্কুল পড়ুয়া ছাত্র নিমাই সরকারকে (১৫) চুরির অপবাদ দিয়ে হেলাল শেখ এর ছেলে ও নাতিরা মারধর করে। প্রতিবাদ করলে হেলাল শেখ এর ৬ ছেলে ও নাতিরা লাঠিসোটা নিয়ে রঞ্জিতদের বাড়িতে হামলা চালিয়ে সকলকে মারধর, ঘরের জিনিসপত্র তছনছ করে নগদ ৩৫ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন লুটপাট করে। পরদিন রোববার সকালে স্থানীয়ভাবে মীমাংসার কথা থাকলেও নিতাই সরকারের সেজ ছেলেকে রাস্তায় একা পেয়ে পুনরায় হেলাল শেখ এর লোকজন মারধর করে। এতে প্রাণভয়ে বাড়ি থেকে পালিয়ে যায় পরিবারটি।
রঞ্জিতের ছোট ভাই সিদাম কুমার জানান, হেলাল শেখ এর পরিবার তাদের বসত বাড়ির পাশ থেকে লম্বালম্বি অনেকটা জমি জোর করে দখল করে রেখেছে। এ নিয়ে গত ২০টি বছর ধরে তাদের সাথে বিরোধ চলছিল। এলাকায় বহু বিচার শালিস হয়েছে। কিন্তু তারা কিছুই মানছেন না। এ দ্বন্দ্বের জেরে তারা আমার ভাইপোকে মিথ্যা চুরির অপবাদ দেয়। প্রতিবাদ করায় বাড়িতে এসে দুই দফায় আমাদের মারধর, লুটপাট করে। এ ঘটনায় হেলাল শেখ এর ৬ ছেলে আলাল শেখ, জালাল শেখ, মানিক শেখ, আলম শেখ, তালেব শেখ ও আলেপ শেখের বিরুদ্ধে থানায় রোববার দুপুরে অভিযোগ দিয়েছি। অভিযোগ পেয়ে রাতে গোয়ালন্দ ঘাট থানার ওসির হস্তক্ষেপে আমরা সবাই বাড়ি ফিরে যাই।
অভিযোগ অস্বীকার করে হেলাল শেখ বলেন, রঞ্জিতের ছেলে নিমাই আমার ছেলে তালেবের ঘরে ঢুকে ওর বৌয়ের হাত-মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে কিছু নগদ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। আমরা টের পেয়ে তাকে ধরে ফেলি। এ কথা বলতে গিয়ে তারাই বরং উল্টো আমাদের উপর চড়াও হয়। আমরাও থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
সোমবার সরেজমিন ঘটনাস্হলে দেখা যায়, রঞ্জিত কুমারের পরিবারের লোকজন বাড়িতে অবস্থান করছে। তবে অভিযুক্ত হেলাল শেখ এর পরিবারের কেউ বাড়িতে নেই। প্রতিটি ঘর তালাবদ্ধ।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রতিবেশী জানান, নিতাই সরকারের ছেলে-পুলে খুবই নিরীহ। দুলাল শেখ এর পরিবার অনেকদিন ধরে তাদের সাথে জুলুম করে আসছে। তুচ্ছ ঘটনায় জোট বেঁধে লাঠিসোটা নিয়ে সবাই মারতে আসে। এবারও তারা দুই দফায় ওদের মারধর করে এবং ভাংচুর চালায়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নিয়েছে। তারা ভয়ে প্রথমে বাড়ি ছেড়ে অন্যত্র গেলেও সন্ধ্যায় আমরা তাদেরকে বাড়িতে থাকার ব্যবস্থা করেছি। উভয় অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।