প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫, ১২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১, ২০২১, ১০:৫২ অপরাহ্ণ
ভাঙন কবলিত মানুষের মাঝে ইয়ামাহা রাইডার্স এর খাদ্য সামগ্রী বিতরণ

মইন মৃধা, গোয়ালন্দঃ বন্ধু দিবস উপলক্ষে ইয়ামাহা রাইডারর্স ক্লাব ফরিদপুর এর উদ্যোগে নদী ভাঙন কবলিত ৬০ টি অসহায় পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১ আগষ্ট) দিনব্যাপী ফরিদপুরের সিএন্ডবি ঘাট সহ কয়েকটি বন্যাদুর্গত এলাকায় ইন্জিনচালিত ট্রলার নিয়ে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রান সামগ্রীর মধ্যে ছিলো, চাল, ডাল, চিনি, তৈল, পেয়াজ, আলু ইত্যাদি।
এ সময় উপস্থিত ছিলেন, এসি আই মটরস এর সিনিয়র মার্কেটিং অফিসার আশিকুল ইসলাম, YRC ফরিদপুরের মডারেটর সোহানুর রহমান সোহান, সোহান মিয়া, অয়ন, দিদার, রাহাত, তাবাসসুম, সামিয়া, কবির, হাসিব, পারভেজ সহ YRC ফরিদপুরের এক ঝাক উদ্যোমী তরুন রাইডার। ত্রানে কার্যক্রমে সার্বিক ভাবে অর্থ দিয়ে সহযোগীতা করেছেন, এসি আই মটরস, ইয়ামাহা ও জান্নাত মটরস।
এ ব্যাপারে এসিআই মটরস এর সিনিয়র মার্কেটিং অফিসার আশিকুল ইসলাম বলেন, বন্যার কারনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বন্ধু দিবসে তাদের প্রতি বন্ধুত্বের উপহার পৌছে দিতেই আজকের এই আয়োজন। তাদের কথা চিন্তা করে ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুর তাদের পাশে ছিলো, আছে থাকবে। তাছাড়া বাইকারদের কথা চিন্তা করে, নিরাপত্তা ও সচেতন সহ নানাবিধ কল্যান মূলক কাজে আমরা সব সময় পাশে থাকি। ইনশাআল্লাহ্ সামনে যে কোন মহামারি দূর্যোগ সহ মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।