ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদ বিপিএম(বার), পিপিএম (বার) এর সহধর্মিনী জীশান মীর্জা, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ (পুনাক) ইতিমধ্যে দেশে কারোনা মহামারীতে দুস্থদের মাঝে বিভিন্ন ধরণের সাহায্য সাহায্য সহযোগিতা করে এক নজীর স্থাপন করেছেন।
তারই ধারাবাহিকতায় রাজবাড়ী পুনাক সভানেত্রী তামান্নুর মোস্তারী অন্যান্য পুনাক সদস্যদের সাথে নিয়ে ঈদ-উল-আযহা ২০২১ উপলক্ষে মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে পুলিশ লাইন্স ড্রিল সেড অসহায় খেটে খাওয়া ২০০ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাজবাড়ীর পুনাক সভানেত্রী তামান্নুর মোস্তারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
এছাড়াও এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (হেটকোয়াটার) আনিস উজ্জামন, ডি আই ওয়ান মো. সাইদুর রহমান ও পুনাকের সদস্যরা। প্রতি প্যাকেটে ছিল এক কেজি গরুর মাংস, ১০কেজি চাউল, ২কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১লিটার সয়াবিন তেল, আধা কেজি চিনি ও ২প্যাকেট সেমাই।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।