প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৪:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২১, ১০:০৫ অপরাহ্ণ
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলো বাবা ইসমাইল শেখ (৩৫), মেয়ে শিখা খাতুন (১৫), ছেলে আব্দুল মালেক (০৫)। তারা কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চর মাহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা বলে জানায় হাইওয়ে থানা পুলিশ। সোমবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে পাংশা উপজেলার কলেজমোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এঘটনা ঘটে।
পাংশা হাইওয়ে থানার ওসি মোঃ লিয়াকত আলী জানায়, রাত পৌনে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে অজ্ঞাত এক গাড়ির সংঘর্ষে হতাহতের ঘটনাটি ঘটে। এসময় ঘটনা স্থলেই একই পরিবারের তিনজন নিহত হয়। নিহতরা সবাই মাহেন্দ্রর যাত্রী। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তের করা হয়েছে। সেই সাথে ঘাতক গাড়িটিকে আটকের চেষ্টা করা হচ্ছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।