ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে আব্দুর রশিদ হালদারের জালে ৩৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি ৪৫ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।
সোমবার (১৯ জুলাই) সকাল ৯ টার দিকে দৌলতদিয়া ৫নং ফেরী ঘাট এলাকার অদুরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে আব্দুর রশিদ হালদারের জালে বড় এই মাছটি ধরা পড়ে। পরে জেলে আব্দুর রশিদ হালদার দুপুরের দিকে দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটে অবস্থিত শাহজাহান শেখের মাছের আড়তে মাছটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। মাছটি উম্মুক্ত নিলামের মাধ্যমে মৎস্য ব্যাবসায়ী শাহজাহান শেখ ১হাজার ১৩০টাকা কেজি দরে মোট ৩৯ হাজার ৫৫০ টাকায় কিনে নেন। মাছটি ফেরীঘাটের পন্টুনের সাথে মাছটি বেধে রাখলে বিশাল মাছটি দেখতে সেখানে উৎসুক জনতা ভিড় জমায়।
ব্যাবসায়ী শাহজাহান শেখ জানান, মাছটি তিনি উম্মুক্ত নিলামের মাধ্যমে কিনে পরে মুঠোফোনের মাধ্যমে নাটোরের এক চাউল ব্যাবসায়ীর সাথে যোগাযোগ করে ১হাজার ৩০০ টাকা করে মোট ৪৫হাজার ৫০০ টাকায় বিক্রি করে মোটরসাইকেল যোগে পাঠিয়ে দেন। ঈদের একদিন আগে জেলে আব্দুর রশিদের জালে এতবড় বাগাড় মাছ পাওয়ায় তারা সবাই খুবই খুশি। তাদের যেন ঈদের আগেই ঈদের আনন্দ শুরু হয়েছে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এখন পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও বড় বড় বাগাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাস সহ নানান মাছ পাওয়া যাচ্ছে। তবে মিঠা পানির সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন খুব একটা দেখা যায় না। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।