ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে করোনা সংক্রমণ রোধে গোয়ালন্দ ঘাট থানার পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সচেতনতা মুলক প্রচারণা করা হয়েছে।
সোমবার (১৯ জুলাই) দুপুরে " মাস্ক পড়ার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের পক্ষ থেকে দৌলতদিয়া ৫নং ফেরী ঘাটে হ্যান্ডস্যানিটাইজার, মাস্ক ও জনসচেতনতা মুলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ঢাকা ফেরত ঘরমুখো মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক পরিয়ে দেয়া হয়।
জনসচেতনতা মুলক প্রচারণায় গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির ছাড়াও উপস্থিত ছিলেন, থানার উপপরিদর্শক (এস আই) জাকির হোসেন, এস আই দেওয়ান শামিম, এ এস আই শহিদুল ইসলাম সহ থানা পুলিশের একটি দল।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির বলেন, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর নির্দেশে ঈদে ঘরে ফেরা যাত্রীদের মাস্ক পড়ার ব্যাপারে সচেতনা সৃষ্টি করা হচ্ছে। করোনা সংক্রমণ রোধে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। মানুষের মাঝে সচেতনতা করাই আমাদের প্রধান লক্ষ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।