June 8, 2023, 2:27 pm
শিরোনামঃ
গোয়ালন্দ উপজেলা প্রশাসনের বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় গোয়ালন্দের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা গোয়ালন্দে ড্রেজিংকৃত গভীরগর্তে ডুবে চতুর্থ শ্রেনীর স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাংশায় হঠাৎ ভেঙে পড়লো নির্মাণাধীন ব্রিজ, এলাকাবাসীর ক্ষোভ গোয়ালন্দে দৈনিক যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাজবাড়ীতে ডিবির অভিযানে চোরাই মোটরসাইকেল সহ গ্রেপ্তার ১ বৃক্ষরোপণ ও আলোচনা সভার মধ্য দিয়ে গোয়ালন্দে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন গোয়ালন্দ আইডিয়াল বহুমুখী হাই স্কুলের অভিভাবক সমাবেশ গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচী শুরু স্বপ্নের সবুজ বাংলাদেশের উদ্যোগ, গোয়ালন্দে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

ছাত্রলীগকে ঘায়েল করতে গ্রামের একটা ছেলের ছেলেবেলার শখ নিয়েও টানাটানি করতে হবে?

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২৮, ২০১৯
  • 122 Time View
শেয়ার করুনঃ

প্রভাষ আমিন : প্রথম আলোর ছাপা পত্রিকার শিরোনাম হলো, ‘এক কিলোমিটার দূরে কনের বাড়ি, বর গেলেন হেলিকপ্টারে’। আর অনলাইনের শিরোনাম ‘হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে গেলেন ছাত্রলীগ নেতা’। দুই নিউজের কনটেন্ট একই। নাসিরউদ্দিন মির্জা নামের কুমিল্লার লালমাইয়ের এক যুবক বিয়ে করতে গেছেন হেলিকপ্টারে উড়ে। যদিও কনের বাড়ি মাত্র এক কিলোমিটার দূরে। বর নাসিরউদ্দিন মির্জা বলেছেন, ‘১৫ বছর আগে আমার শখ হয়েছিলো বিয়ে করলে হেলিকপ্টার নিয়ে কনের বাড়ি যাবো। সেই স্বপ্ন ও শখ পূরণ হয়েছে’। গ্রামের একটি ছেলে শখ করে হেলিকপ্টারে বিয়ে করতে গেছে, বিষয়টি অবশ্যই কৌতূহল সৃষ্টি করার মতো, করেছেও। কিন্তু ঘটনাচক্রে নাসিরউদ্দিন মির্জা বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

প্রথম আলোর অনলাইনের শিরোনামে মনে হচ্ছে, ছাত্রলীগের নেতা হয়ে হেলিকপ্টারে বিয়ে করতে যাওয়া খুব গর্হিত অপরাধ। এই শিরোনামের আশপাশে অনেকগুলো কৌতূহল উড়ে বেড়াবে ছাত্রলীগ নেতা নিশ্চয়ই টেন্ডারবাজি, চাঁদাবাজি করে অঢেল টাকা কামিয়েছেন। অনলাইনের শিরোনাম এমন একটি পারসেপশন তৈরির চেষ্টা করবে, ছাত্রলীগ মানেই খারাপ। ঘটনা কিন্তু তেমন নয়। এক কিলোমিটার দূরত্বের হেলিকপ্টার রাইডের জন্য আপনার বড়জোর দুই লাখ টাকা খরচ হবে। একটা মানুষের ১৫ বছরের একটা শখ পূরণের জন্য, এ অতি সামান্য অর্থ। গ্রামের অবস্থাসম্পন্ন গৃহস্ত পরিবারের সন্তানের বিয়েতেও এখন এর চেয়ে অনেক বেশি টাকা খরচ হয়। আর শহরের বড় বড় কমিউনিটি সেন্টারের ভাড়াই তো এর চেয়ে বেশি। ঢাকার অনেক বিয়ের ফুল আনা হয় ব্যাংকক থেকে। সেসব বিয়ের খরচ কোটি ছাড়িয়ে যায়। গ্রামের একটা ছেলে শখ করে হেলিকপ্টারে বিয়ে করতে গেছে, সেটা অবশ্যই নিউজ, কিন্তু তাতে ছাত্রলীগকে টেনে আনা উদ্দেশ্যমূলক সাংবাদিকতা। আপনার ছাত্রলীগকে খারাপ লাগতেই পারে। প্রায়শই তারা তাদের বিরুদ্ধে লেখার উপাদান যোগান দেয়। তাই বলে ছাত্রলীগকে ঘায়েল করতে গ্রামের একটা ছেলের ছেলেবেলার শখ নিয়েও টানাটানি করতে হবে। লেখক : সাংবাদিক ও কলামিস্ট। সূত্র আমাদের সময় ডটকম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Rajbarimail
DeveloperAsif
themesba-lates1749691102