প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৮:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২১, ৮:০৬ অপরাহ্ণ
পাংশা থানায় গরু; মালিককে খুঁজছে পুলিশ
ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় মালিক বিহীন একটি কালো গরু উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে পৌর শহরের মাগুড়াডাঙ্গী এলাকায় লিজা হেল্থ কেয়ারের সামনে থেকে গরুটি উদ্ধার করে । এরপর থেকেই গরুটির দেখভাল ও খাওয়ানোর কাজে নিয়োজিত রয়েছে পুলিশ সদস্যরা। সেই সাথে মালিকের খোঁজ করা হচ্ছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাছুদুর রহমান জানান, গত মঙ্গলবার সকাল থেকে পৌর শহরের প্রাইভেট ক্লিনিক লিজা হেল্থ কেয়ারের সামনে কালো রংয়ের ষাঁড় গরু ঘোরাঘুরি করছিলো। পরে স্থানীয়রা গরুটি আটক করে ক্লিনিকের সামনে বেঁধে রাখে। কিন্তু সারা দিন ও রাতে গরুটির সন্ধানে কেউ না আসলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গরুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, প্রকৃত মালিকের খোঁজ পেতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।