প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৯:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২১, ৮:১০ অপরাহ্ণ
গোয়ালন্দে জুয়া খেলা অবস্থায় টাকা সহ পাঁচ জুয়াড়ি আটক
ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট রেলষ্টেশন সংলগ্ন আবাসিক বোর্ডিং থেকে জুয়া খেলা অবস্থায় নগদ টাকা ও তাস সহ পাঁচ জন জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
শুক্রবার (০৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টায় উপজেলার দৌলতদিয়া রেল স্টেশনের পূর্ব পাশের 'পাবনা বাবুল বোডিংয়ের' ২ তলা থেকে তাদেরকে আটক করা হয় ।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে জানতে পারে দৌলতদিয়া রেল স্টেশনের পূর্ব পাশের 'পাবনা বোডিংয়ের' ২য় তলায় একদল ব্যক্তি টাকা দিয়ে জুয়া খেলছে। পরে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর নেতৃত্বে উপপরির্দশক (এস.আই) মিজানুর রহমান আকন্দ সহ পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ৫ জন জুয়াড়িদের কাছ থেকে হাতেনাতে নগদ ১৯ হাজার ১০০ টাকা ও ২ জোড়া তাস জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো টাঙ্গাইল জেলার শাবালিয়া গ্রামের শাজাহান সরকারের ছেলে মো. মামুন সরকার (৩২), ঢাকা ধামরাই থানার চৌঠাল গ্রামের মৃত তেলাম উদ্দিন মোল্লার ছেলে মো. শরীফ মোল্লা (২৮) , সিরাজগঞ্জ চৌহালী থানার মধ্য খাসকাউলিয়া মিয়া পাড়ার আলতাফ হোসেনের ছেলে নুর হোসেন (২৮), ফরিদপুর নগরকান্দা থানার ছাগলদী গ্রামের মজিবর রহমানের ছেলে রাকিব শেখ (২৪), ও রাজবাড়ী পাংশার বাগদুলি গ্রামের আবজাল মোল্লার ছেলে আকবর মোল্লা (৩২)।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, তাদেরকে ১৮৬৭ সালের জুয়া আইনে ৩/৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরেই রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।