ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কালুখালী উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, মিরাজ মন্ডল এর ছেলে তারু মন্ডল(৩২), আব্দুল আজিজ ফকিরের ছেলে, কাশেম ফকির (৩২) ও আজিজ মন্ডল এর ছেলে মজনু মন্ডল (৪৫)। তারা সাওরাইল এলাকার বাসিন্দা।
বুধবার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপার কাযালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জামান।
এ সময় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃতরা জেলার কালুখালী, পাংশা সহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। এদের নামে রাজবাড়ীর বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে তারু মন্ডলকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে বাকি দুই জনের নাম বললে তাদের কেউ গ্রেপ্তার করা হয়। তাদের তথ্য অনুযায়ী সাওরাইল এলাকার রশিদ শেখের বাড়িতে অভিযান চালায় কালুখালী থানা পুলিশ। অভিযানে একটি দুনলা বন্দুক, একটি একনলা বন্দুক ও ২ টি কার্তুজ উদ্ধার করে। এ বিষয়ে কালুখালী থানায় একটি মামলা দায়ের হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. শরীফ উজ-জ্জামান, সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার শাহা, ডিআইও ওয়ান শাহিদুর রহমান, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদত হোসেন, কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান প্রমূখ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।