ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক পুলিশ সদস্য মৃত্যু বরন করেছে। মৃত পুলিশ সদস্য জামাল মাতব্বর রাজবাড়ী ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। গত ২৯ জুন তিনি রাজবাড়ী সদর হাসপাতালে নমুনা দেওয়ার পর ৩ জুলাই তারিখে করোনা পজেটিভ হলে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সোমবার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে এখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।
এদিকে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে রাজবাড়ীতে অরো ৮৫ জন। ৫ জুলাই ২১৫ টি নমুনা র্যাপিড পরীক্ষায় এ ৮৫ জন করোনা পজেটিভ শনাক্ত হয়। এতে রাজবাড়ী সদর উপজেলায় ২৯ জন, পাংশায় ১১ জন, গোয়ালন্দে ২৬ জন, কালুখালীতে ৫ জন এবং বালিয়াকান্দিতে ১৪ জন সহ ৮৫ জন নতুন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়।
এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫ হাজার ৭০৫ জন। হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহন করছেন ১ হাজার ১২৭ জন। সদর হাসপাতাল সহ উপজেলার স্বাস্থ্য কেন্দ্র গুলোতে মোট ৬৩ জন করোনা রোগী ভর্তি থেকে চিকিৎসা গ্রহন করছেন। মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৬ জনের। করোনা থেকে সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৪৭০ জন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানান, গত ২৪ ঘন্টায় করোনা এক পুলিশ সদস্য মৃত্যুবরন করেন। এ সময় আক্রান্ত হয়েছে ৮৫ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫ হাজার ৭০৫ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৪৭০ জন। মোট আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ১২৭ জন। রাজবাড়ী সদর হাসপাতালের কোভিড ইউনিট সহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র গুলোতে ৬৩ জন করোনা রোগী ভর্তি রয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।