শামমি রেজা, রাজবাড়ীঃ রাজবাড়ীতে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত এক মাসে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৬৯ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৮ জন। গত ২৪ ঘন্টায় জেলায় ১৬১ টি নমুনা পরীক্ষায় ৫৮ জনের করোনা পজেটিভ।
সির্ভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলায় এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৬ শত ২০ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩ হাজার ১১৯ জন, পাংশা ১ হাজার ১২৯ জন, কালুখালী ৩৪০, বালিয়াকান্দি ৪১০ এবং গোয়ালন্দ উপজেলায় ৬২২জন। মোট সুস্থ্য হয়েছে ৪ হাজার ৩৯৫ জন। এর মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৪৬৪ জন, পাংশা ৯২৭ জন, কালুখালী ২৭৭ জন, বালিয়াকান্দি ৩৪৯ জন এবং গোয়ালন্দ উপজেলায় ৩৭৮ জন। মোট মৃত্যু ৪৫ জন। এরমধ্যে রাজবাড়ী সদরে ২৫ জন, পাংশা ১৩, কালুখালী ০৩, বালিয়াকান্দি ০২ এবং গোয়ালন্দ উপজেলায় ০২ জন। হোম আইসোলেশনে রয়েছে ১ হাজার ১১৮ জন। হাসপাতালে ভর্তি রয়েছে ৬২ জন।
এদিকে জেলার হাসপাতাল গুলোতে করোনা রোগীদের জন্য শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। বর্তমানে এই জেলার হাসপাতাল গুলোতে শয্যা সংখ্যা হলো ১৪২ টি। এর মধ্যে সদর হাসপাতালে ৫০ টি, পাংশায় ৩৫ টি, কালুখালী ২০ টি, বালিয়াকান্দি ১৫ টি গোয়ালন্দে ২২টি। এছাড়াও প্রতিটি হাসপাতালে রোগীদের জন্য পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার মজুদের পাশাপাশি জেলায় ৫২ টি অক্সিজেন কনসেন্ট্রেটর নিশ্চিত করা হয়েছে।
সির্ভিল সার্জন ইব্রাহিম টিটোন জানায়, প্রতিদিনই বাড়ছে করোনা রোগী। সেই সাথে বাড়ছে মৃত্যুও। এমন পরিস্থিতিতে মানুষকে আরও সচেতন হতে হবে। বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।