ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে তিন জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃত তিন জনের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ১ জন, পৌরসভার ১জন এবং ১ জন পাংশা উপজেলার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে মৃত্যুবরন করেন। মৃত ব্যাক্তিরা তারা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভতি হয়েছিলেন। বয়সে এরা সবাই ৪৫ থেকে ৭০ চছরের মধ্যে।
এদিকে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে রাজবাড়ীতে। ২৪ ঘন্টায় ১৭০ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। গত ১ জুলাই ও ২৮ ও ২৯ জন তারিখে ২৩১টি নমুনা পরিক্ষা আইসিডিডিআরবি ও র্যাপিড এ্যান্টিজেন পরিক্ষা করে এ ১৭০ জন করোনা পজেটিভ শনাক্ত হয়। সদর উপজেলায় ১০২ জন, পাংশাতে ২৪ জন, গোয়ালন্দে ২৩ জন, কালুখালীতে ১ জন এবং বালিয়াকান্দিতে ২০ জন সহ ১৭০ জন নতুন করোনা পজেটিভ শনাক্ত হয়।
এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫ হাজার ৩১৩ জনে। হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহন করছেন ৬৮৭ জন। সদর হাসপাতাল সহ উপজেলার স্বাস্থ্য কেন্দ্র গুলোতে মোট ৩৫ জন করোনা রোগী ভর্তি থেকে চিকিৎসা গ্রহন করেছে। সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানান, করোনায় এক দিনে তিন জন মৃত্যুবরন করেন। এসময় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ১৭০ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫ হাজার ৩১৩ জনে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৩২৯ জন। মোট আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৮৯৮ জন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।