ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে করোনায় আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। তারা হলেন রাজবাড়ী শহরের বিনোদপুর গ্রামের সুভাষ চন্দ্র সাহার স্ত্রী বীথি রানী সাহা (৫০) ও সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের সিরাজ ব্যাপারীর স্ত্রী হাজেরা বেগম (৫৫)।
রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিট ইনজার্চ আব্দুল্লাহ আল মামুন জানান, করোনা পজিটিভ অবস্থায় হাজেরা বেগম শুক্রবার সকাল সাড়ে আটাটার দিােক রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হন। সকাল সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।
অপরদিকে বীথি রানী গত ২৭ জুন তারিখে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হয়ে করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তিনিও সকাল সাড়ে নয়টার দিকে মারা যান।
তিনি আরও জানায়, সদর হাসপাতালের করোন ইউনিটে ভর্তি রয়েছে ১৭ জন। এবং করোনা আইসোলেশনে ভর্তি আছে ২২ জন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।