ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে রিক্সা ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মেজবাউল করিম রিন্টুর স্মৃতি পরিষদের উদ্দ্যেগে শহরের বড়পুল বকুলতলা থেকে এ উপহার তুলে দেওয়া হয়। এ সময় শারীরিক প্রতিবন্ধী হতদরিদ্র সওদাগর মোল্লাকে রিক্সা ও রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফেরদৌসকে বাইসাইকেল দেওয়া হয়।
মেজবাউল করিম রিন্টুর স্মৃতি পরিষদের সহ সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান জানান, তাদের সংগঠনের পক্ষ থেকে উদ্দ্যোগ নেওয়া হয়েছিলো সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহায়তা করা। এছাড়ও বিভিন্ন এলাকায় বৃক্ষ রোপন করা। তারই ধারাবাহিকতায় আজ একজন শারীরিক প্রতিবন্ধীকে রিক্সা এবং হতদরিদ্র শিক্ষার্থকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। তাদের এই কার্যক্র্যম অব্যহত থাকবে।
এসময় সংগঠনের সভাপতি ও সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, সহ সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, মুহাম্মদ সাইফুল্লাহ, যুগ্ম সম্পাদক ফারুক উদ্দিন, কবি খোকন মাহমুদ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শামীম উল হাসান, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষক সুরজিৎ চক্রবর্তী, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম, নুরতাজ তাজিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।