ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ করোনাকালীন সময়ে রাজবাড়ী সদর উপজেলার দুটি ইউনিয়নের অসহায় দরিদ্র ১ হাজার ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। করোনা মোকাবেলায় প্রধান মন্ত্রীর খাদ্য সহায়তা ও খাদ্য অধিদপ্তরের বন্টনকৃত এ খাদ্য দ্রব্য বিতরন করা হয় অসহায়দের মাঝে। তবে এসময় তাদের মাঝে স্বস্থ্যবিধি মানতে দেখা যায়নি।
রোববার বিকালে জেলা শহরে অবস্থিত মিজানপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। মিজানপুর ইউনিয়নের ৭০০ ও দ্বাদশী ইউনিয়নের ২০০ দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি চাল, ৫০০ নগদ টাকা, শুকনা খাবারের সাথে ৫ কেজি চাল, তেল সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মিজানপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. আতিয়ার রহমান, দ্বাদশী ইউনিয়ন চেয়ারম্যান লোকমান হোসেন, মিজানপুর ইউনিয়ন সচিব মেহেদী হাসান সহ ইউনিয়নের অন্যান্য সমস্যরা।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।