নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলায় রিক্সা ভ্যান চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন। রোববার বেলা বারোটার দিকে জেলা প্রশাসক দিলসাদ বেগমের কাছে এ স্মারকলিপি তুলো দেওয়া হয়।
জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল ওহাব জানান, সম্প্রতি সময়ে বিভিন্ন পত্র পত্রিকায় আমরা জানতে পেরেছি ব্যাটারি চালিত রিক্সা ভ্যান রাস্তায় চলাচল করতে পারবে না। সারা দেশের ন্যায় রাজবাড়ীতেও পনের থেকে ষোল হাজার ব্যাটারি চালিত রিক্সা ভ্যান রয়েছে। এই যানবাহনের উপরে হাজার হাজার মালিক শ্রমিকের পরিবার চলে। পূব সিদ্ধান্ত ছাড়া এবং বিকল্প কোন কমসংস্থানের ব্যবস্থা না করে হঠাৎ রিক্সা ভ্যান বন্ধ করে দিলে লক্ষাধীক মানুষ না খেয়ে মারা যাবে।তাই সরকারের এই সিদ্ধান্ত পরিবতনের জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি।
তিনি আরও জানান, সরকারের পারবতী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত আমরা সকল ধরনের রিক্সা ভ্যান চালানো থেকে বিরত থাকবো। সেই সাথে রিক্সা ভ্যান বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন না করলে বৃহত্তর আন্দোলনে যাবে জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।