ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ শুক্রবার সকালে অভিযান চালিয়ে উপজেলার দৌলতদিয়া ঘাট যৌনপল্লি থেকে ৭০টি ইয়াবাবড়ি সহ আম্বিয়া খাতুন (৪০) ও মো. লাল শেখ (৫০) নামের দুইজনকে গ্রেপ্তার করে। এর আগে যৌনপল্লি সংলগ্ন পোড়াভিটা এলাকা থেকে ৫০টি ইয়াবাবড়ি সহ লালু শেখ (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৮টার দিকে দৌলতদিয়া যৌনপল্লির শিরিন বাড়িওয়ালীর বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে হাতেনাতে আম্বিয়া ও লাল শেখকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে পুলিশ ৭০টি ইয়াবাবড়ি জব্দ করে। আম্বিয়া শিরিন বাড়িওয়ালীর ভাড়াটিয়া শহিদ খন্দকারের স্ত্রী। লাল শেখ দৌলতদিয়া শাহা বেপারী পাড়ার মৃত বেলায়েত শেখ এর ছেলে।
অপরদিকে পুলিশের আরেকটি দল ভোর সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে যৌনপল্লি সংলগ্ন পোড়াভিটা এলাকার জনৈক আবুল কালামের মুদি দোকানের সামনে থেকে ৫০টি ইয়াবাবড়ি সহ লালু শেখকে গ্রেপ্তার করে। লালু স্থানীয় সোহরাব মন্ডল পাড়ার মৃত কুব্বাদ শেখ এর ছেলে।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরেই রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।