মইনুল মৃধা, গোয়ালন্দঃ আপনার পুলিশ, আপনার পাশে। তথ্য দিন সেবা নিন। “বিট পুলিশকে তথ্য দিন, নিরাপদে কাটবে দিন“ এই স্লোগান কে সামনে রেখে গোয়ালন্দ ঘাট থানা বিট পুলিশিং কার্যক্রমে গতিশীলতা বাড়াতে বাড়ি বাড়ি গিয়ে ষ্টিকার বিতরণ করেছে। সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে থানা পুলিশের সদস্যরা এ কর্মসূচী পালন করে।
গত কয়েক মাস ধরে গোয়ালন্দের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম। প্রতিটি ইউনিয়নকে একটি বিটে ভাগ করে প্রতি বিটে একজন উপ-পরিদর্শক (এস.আই)পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও আরো পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন।
প্রত্যন্ত গ্রামের অপরাধ নির্মূল ও জনগণের আস্থার প্রতীক হয়ে উঠতে কাজ শুরু হয়েছে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে। এর মাধ্যমে দ্রুত পুলিশিং সেবা প্রাপ্তি নিশ্চিত হচ্ছে প্রত্যন্ত এলাকার মানুষের। বিট পুলিশিং কার্যক্রম ইতোমধ্যে সারা ফেলেছে প্রত্যন্ত অঞ্চলে। এ কার্যক্রম আরো বেগবান করার জন্য বিট পুলিশিং বাড়ী বাড়ী গিয়ে ষ্টিকার লাগিয়ে দিচ্ছেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, আইজিপি মহোদয়ের নির্দেশে এবং ঢাকা রেঞ্জ ডিআইজি মহোদয়ের প্রত্যক্ষ তত্বাবধানে জনগণের দোর গোড়ায় পুলিশিং সেবা পৌছে দেওয়ার জন্য গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উপজেলায় বিট অফিসার ও থানার ডিউটি অফিসারের মোবাইল নাম্বার সম্বলিত ৫টি বিট এলাকায় প্রতিটি বাড়ীতে সাটানোর জন্য ১৭হাজার স্টিকার বিতরণ করছে।
এছাড়াও বিট পুলিশিং-এ আমরা ব্যাপক সারা পাচ্ছি। জনগণ উপকৃত হচ্ছে বলে আমরা জানতে পারছি। বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষেই আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের দরজায় এ ষ্টিকার লাগিয়ে দিচ্ছি।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।