ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ শিশুদের প্রতি বিশেষ যত্ম এবং নারীদেরকে সম অধিকার বাস্তবায়নে রাজবাড়ীর গোয়ালন্দে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলখ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে শুরু করে দুপুরের পর পর্যন্ত গোয়ালন্দ উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে কর্মশালার সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান মামুন। কর্র্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, জেলা তথ্য অফিসার তাহমিনা খানম প্রমূখ। দিন ব্যাপী কর্মশালায় শিশু ও নারীদের ওপর বিশেষ তথ্যচিত্র উপস্থাপন করেন রাজবাড়ী সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক শাহরিয়ার রহমান।
কর্মশালায় শিশুদের প্রতি বাড়তি যত্ম করা বা খেয়াল রাখতে হবে। সাথে তাদেরকে সঠিক পথে গড়ে তুলতে সার্বিক বিষয় নজর দিতে হবে। এছাড়া পুরুষের পাশাপাশি নারীদেরকে সম অধিকার দিতে হবে। বর্তমান সরকার নারীদের সম অধিকার দিতে বদ্ধ পরিকর। তাই এখন থেকে কর্মশালায় উপস্থিত সমাজের বাল্যবিবাহ রোধ, মাদক নিয়ন্ত্র, পরিবারের শিশুকে বিশেষ যতœসহকারে বড় করে তোলা এবং নারীদের সম্মানের সাথে সম অধিকার প্রতিষ্ঠায় সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।