ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকা থেকে ১০০ পুড়িয়া হেরোইনসহ মোছা নুরজাহান বেগম (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১১ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া পুরাভিটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নারী উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পুরাভিটা এলাকার মৃত মোসলেম শেখের স্ত্রী।
জেলা ডিবি পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা নামক এলাকায় অভিযান চালিয়ে পেশাদার নারী মাদক ব্যবসায়ী মোছা নুরজাহান বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। থানা পুলিশ শনিবার তাকে আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা কারাগারে পাঠিয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।