বিপ্লব বিশ্বাস, বালিয়াকান্দিঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে দুটি মৎস্য চাষী সমবায় সমিতির মধ্যে বৃহস্পতিবার পিকআপ ও কুলিং ভ্যানের চাবি হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ -২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় ইনোভেশন ফান্ড এআইএফ-২ ও এআইফ-৩ এর উপ-প্রকল্পের দুটি মৎস্য চাষী সমবায় সমিতির মধ্যে এই পিকআপ ও কুলিং ভ্যানের চাবি হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, মৎস্য অধিপ্তরের এনএটিপি-২ প্রকল্পের সহকারি পরিচালক ড. রাজু আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, বালিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, উপজেলা মৎস্য কর্মকর্তা (চঃদাঃ) আব্দুল মান্নাফ, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল হক প্রমূখ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।