ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ আগামী ৫ জুন শনিবার থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভার সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান মামুন। অবহিতকরণ ও পরিকল্পনা সভায় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এস.আই) মোজাম্মেল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিতাই কুমার ঘোষ, নার্সিং সুপার ভাইজার মৃদুলা বিশ্বাস প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, আগামী ৫ জুন শনিবার থেকে শুরু করে ১৯ জুন পর্যন্ত চলবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম। গোয়ালন্দ উপজেলায় ৬ মাস বয়সী থেকে ১১ মাস পর্যন্ত ২ হাজার এবং ২ বছর বয়সী থেকে ৫ বছর বয়সী পর্যন্ত ১২ হাজার শিশু সহ মোট ১৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। সারা দেশে ৯৪ থেকে ৯৫ ভাগ শিশুকে এ ভিটামিন খাওয়ানো হলেও গোয়ালন্দ উপজেলায় শতভাগের বেশি খাওয়ানো হয়। দৌলতদিয়া ঘাট হওয়ায় ঘাট দিয়ে যাতায়াতকারী শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হয় বলে হিসাবের থেকে অতিরিক্ত হওয়ায় শতভাগের বেশি হয়ে যায়। যা সারা দেশের মধ্যে অন্যতম উদাহরণ বলে তিনি দাবী করেন।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।