নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সোমবার দুপুরে পৌরসভার কাউন্সিলর শাহিন মোল্লাকে (৩৪) গ্রেপ্তার করেছে। সে পৌরসভার নছর উদ্দিন সরদার পাড়ার চেনুদ্দিন ওরফে ছোদে মোল্লার ছেলে।
তার বিরুদ্ধে গতকাল রোববার পৌরসভার সংরক্ষিত ১, ২ ও ৩নম্বর ওয়ার্ড নারী কাউন্সিলর মাফিয়া আক্তার টফির বাড়ির ফটক, জানালা ভাঙচুর এবং পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠে। রোববার দিবাগত মধ্যরাতে সংরক্ষিত কাউন্সিলর মাফিয়া আক্তার টফির ছেলে এস এম মিনার মাহফুজ বাদী হয়ে ৩নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহিন মোল্লাসহ মোট ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার এজাহারে অভিযোগে উল্লেখ করে, পৌরসভার ৩নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহিন মোল্লার পরিবার ও তাদের পরিবারের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জের ধরে রোববার বেলা ১১টার দিকে শাহিন মোল্লার নেতৃত্বে তার পরিবারের লোকজন ও অনুসারীরা মিলে মাফিয়া আক্তার টফির বাড়িতে হানা দেয়। এসময় মিনারের নাম ধরে গালাগালি করতে থাকে। ঘর থেকে মিনার বের হয়ে তাদেরকে গালাগালি করতে বারণ করে। কথা কাটাকাটির এক পর্যায়ে শাহিন মোল্লা ও তাদের লোকজনের হাতে থাকা লোহার রড, হকিষ্টিক, কাঠের বাটাম দিয়ে মিনারকে মারধর শুরু করে। মিনারের চিৎকারে তার মা মাফিয়া আক্তার এগিয়ে আসলে তাকে এবং পরিবারের অন্যান্যরা এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে।
এতে সংরক্ষিত কাউন্সিলর মাফিয়া আক্তার (৪৮), ছেলে মিনার মাহফুজ (২৯), মিনারের চাচা নুরুল ইসলাম (৪৮), ফারুক হোসেন (৩৫), চাচাতো ভাই সোহান (২৫), মো. আকাশ (২২) আহত হয়। গ্রামের লোকজন এগিয়ে আসলে শাহিন ও তার লোকজন বাড়ি থেকে সটকে পড়ে। পরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে মধ্য রাতে মিনার বাদী হয়ে কাউন্সিলর শাহিন মোল্লাকে প্রধান এবং তার বাবা চেনুদ্দিন মোল্লা ওরফে ছোদে মোল্লা, শাহিনের ভাই শরিফ মোল্লা, রফিক মোল্লা সহ মোট ১০ জনকে চিহিৃত এবং অজ্ঞাত ৫-৬জনকে আসামী করে মামলা দায়ের করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, সংরক্ষিত কাউন্সিলর মাফিয়া আক্তারের বাড়ি প্রবেশ করে ফটক ভাঙচুরসহ পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে মামলা হয়। মামলার পর পুলিশ সোমবার দুপুর দেড়টার দিকে শহরের জামতলা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। তিনি আরো জানান, শাহিন মোল্লার বিরুদ্ধে থানায় আরো তিনটি মারামারি ও চুরির মামলা রয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।