রাজবাড়ীমেইল ডেস্কঃ সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক প্রধান অফিস সহকারী মো. মনিরুজ্জামান মনির (৬৬) বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে গুরুতর অসুস্থ্য হয়ে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্নালিল্লাহী রাজিউন)।
বৃহস্পতিবার যোহর নামাজ শেষে বেলা আড়াইটায় গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ভাগলপুর গ্রামের নিজ বাড়ির আঙ্গিনায় নামাজে জানাযা শেষে জমিদারব্রীজ কেন্দ্রীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
কামরুল ইসলাম কলেজ প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ছিল অনেক। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত হীরা, সাবেক অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল এবং বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার সহ কলেজের সকল শিক্ষক ও কর্মচারী বৃন্দ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।