নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ সরকারঘোষিত সপ্তাহব্যাপী কঠোর লকডাউনে বাস্তবায়নে রাজবাড়ীর গোয়ালন্দে প্রশাসনের কড়া নজরদারি ছিল। অনেকে লুকিয়ে লুকিয়ে দোকানপাটের কিছু অংশ খুললেও প্রশাসনের গাড়ির হুইসেলের শব্দ পেলেই বন্ধ করে দেয়। এছাড়া রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে অতি গুরুত্বপূর্ণ গাড়ি ছাড়া কোন ফেরি চলেনি।
বৃহস্পতিবার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি ঘাটে ফেরিগুলো নোঙর করে বসে আছে। অধিকাংশ ফেরি র্যাম তুলে বসে আছে। সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে রজনীগন্ধ্যা নামক একটি ইউটিলিটি (ছোট) ফেরি এ্যাম্বুলেন্স ও সরকারের উচ্চ পদস্থ এক কর্মর্তার গাড়ি নিয়ে দৌলতদিয়ায় ভিড়ে। বেলা সাড়ে ১১টার দিকে ৫টি এ্যাম্বুলেন্স দৌলতদিয়া ঘাটে এসে অপেক্ষা করলে কিছুক্ষণ পর ওই সব গাড়ি নিয়ে আরেকটি ছোট ফেরি পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।
৫নম্বর ঘাটে অপেক্ষমান ফেরি কেরামত আলীর কর্মচারীরা জানান, বুধবার সারাদিন ঘাটেই নোঙর করে ছিলাম। সন্ধ্যার পর ঘাটে আটকে থাকা পণ্যবাহী গাড়িগুলো নিয়ে ফেরি ছাড়তে শুরু করে। রাতভর এভাবে সকল পণ্যবাহী গাড়ি পার করার পর ভোর থেকে পুনরায় ঘাটে নোঙর করে বসে আছি।
ফেরি ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল টহল দিতে থাকে। ঘাটে আসা যাত্রীদের ফিরে যাওয়ার অনুরোধ করেন। ভয়ে ঘাট এলাকার বিভিন্ন গাছের ছায়ায় বসে অপেক্ষমান অনেকে দ্রুত সরে যান।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ফিরোজ শেখ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী রাতে পচনশীল পন্যবাহী গাড়ি এবং দিনের বেলায় জরুরী রোগী, লাশবাহী এবং রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত গাড়ি ছাড়া কোন গাড়ি পার হতে পারবে না। তাও এসব গাড়ি পারাপারের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের অনুমোতি সাপেক্ষে ফেরি ছাড়তে হচ্ছে।
এদিকে গোয়ালন্দ বাজারের বিভিন্ন দোকানী লুকিয়ে চুপিসারে কিছু অংশ খুলে দিয়ে বেচাকেনার চেষ্টা করে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান চালায়। এসময় স্থানীয় দোকানীদের করোনার কারণে সরকার ঘোষিত লকডাউন সবাইকে মেনে চলার অনুরোধ করেন। এরপরও কেউ লকডাউন না মানলে তাদের বিরুে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি উচ্চারণ করেন।
পোশাক ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, গত একটি বছর ধরে করোনার কারণে সকল ব্যবসাবাণিজ্য চরম মন্দা চলছে। ঈদের সামনে লকডাউন দেওয়ায় ব্যবসায়ীদের না খেয়ে মরতে হবে। সরকারের কাছে দাবী করছি, স্বাস্থ্যবিধি মেনে দিনের অর্ধেকবেলা দোকান খোলা রাখার অনুমোতি দিক।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।